পবিত্র নগরী মক্কাকে ঘিরে সৌদির নতুন পরি'কল্পনা - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, October 17, 2025

পবিত্র নগরী মক্কাকে ঘিরে সৌদির নতুন পরি'কল্পনা

পবিত্র নগরী মক্কাকে ঘিরে সৌদির নতুন পরিকল্পনা
 

পবিত্র নগরী মক্কাকে কেন্দ্র করে বিশাল এক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। বিশ্বের মুসলমানদের জন্য আরও আধুনিক ও আরামদায়ক সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে এই মেগা প্রকল্প, যার আওতায় গ্র্যান্ড মসজিদ সংলগ্ন এলাকায় নির্মিত হবে একাধিক আকাশচুম্বী অট্টালিকা ও আধুনিক স্থাপনা।

এই উন্নয়ন উদ্যোগের নাম রাখা হয়েছে ‘কিং সালমান গেট প্রজেক্ট’, যা আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রায় ১২ মিলিয়ন স্কয়ার মিটার জায়গাজুড়ে গড়ে ওঠা এই প্রকল্পে থাকবে আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল সুবিধা। পাশাপাশি ইনডোর ও আউটডোর মিলিয়ে একসঙ্গে ৯ লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হবে।

প্রকল্পের ধারণচিত্রে দেখা গেছে, মক্কার আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা সুউচ্চ ভবনগুলো এবং তার উপরে শান্তির প্রতীক সাদা পায়রার ওড়াউড়ি—যা পুরো পরিকল্পনাটিকে দিয়েছে এক স্বর্গীয় আবেদন। এই মেগা প্রজেক্ট বাস্তবায়ন করবে রুয়া আলহারাম আলমাক্কি নামের প্রতিষ্ঠানটি। প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সৌদি সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ৩ কোটি হজযাত্রীকে স্বাগত জানানো। সেই লক্ষ্য পূরণে মক্কা-মদিনাকে ঘিরে ধারাবাহিক উন্নয়ন উদ্যোগ নিচ্ছে দেশটি। কারণ, এই দুই নগরী কেবল সৌদি আরবের নয়, গোটা বিশ্বের মুসলিমদের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×