আলভারেজকে দলে নিতে চান বার্সা মিডফিল্ডার - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, October 17, 2025

আলভারেজকে দলে নিতে চান বার্সা মিডফিল্ডার

আলভারেজকে দলে নিতে চান বার্সা মিডফিল্ডার
 

বার্সেলোনায় নতুন করে আলোচনায় উঠেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার আগ্রহের পর এবার বার্সার ড্রেসিংরুম থেকেও ভেসে এসেছে তাঁর নাম। তরুণ মিডফিল্ডার মার্‌ক বার্নাল খোলাখুলিভাবে জানিয়েছেন—তিনি আলভারেজকে কাতালান জার্সিতে দেখতে চান।

স্প্যানিশ দৈনিক দিয়ারিও আ’র সঙ্গে এক সাক্ষাৎকারে বার্নাল বলেন, “যদি কাউকে বার্সেলোনায় দেখতে চাই, তবে সেটা নিঃসন্দেহে জুলিয়ান আলভারেজ।” তাঁর এই বক্তব্যে যেন নতুন করে গতি পেয়েছে বার্সার সম্ভাব্য ট্রান্সফার পরিকল্পনা।

২০২২ সালের বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বর্তমানে খেলছেন লা লিগার প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে। সেখানে তাঁর চুক্তি ২০৩০ সাল পর্যন্ত, আর বাইআউট ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। তবে কাতালান সংবাদমাধ্যমগুলোর দাবি, বার্সা আগামী গ্রীষ্মেই ১৫০ মিলিয়ন ইউরো মূল্যের প্রস্তাব দিতে পারে তাঁকে দলে ভেড়ানোর জন্য।

অন্যদিকে রবার্ট লেওয়ানডভোস্কির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সৌদি ক্লাবগুলোর প্রস্তাবে আকৃষ্ট হতে পারেন পোলিশ এই স্ট্রাইকার, যার চুক্তি শেষ হচ্ছে ২০২৬ সালে। এমন পরিস্থিতিতে আলভারেজকে ভবিষ্যৎ ফরোয়ার্ড লাইন শক্তিশালী করার আদর্শ বিকল্প হিসেবে দেখছে কাতালান বোর্ড।

বার্নালের এই অনুরোধে ক্লাবের ভেতরে আলোচনা আরও জোরদার হয়েছে বলে ধারণা করছেন বার্সা-সংশ্লিষ্টরা। এখন দেখা বাকি, ২০২৬ সালের গ্রীষ্মে লাপোর্তা বোর্ড সত্যিই কি আলভারেজকে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে পারে কিনা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×