নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক নেতাদের প্রধান উপদেষ্টার আহ্বান - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, October 17, 2025

নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক নেতাদের প্রধান উপদেষ্টার আহ্বান

নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক নেতাদের প্রধান উপদেষ্টার আহ্বান
 

রাজনৈতিক নেতাদের উদ্দেশে ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা যেমন ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ করেছি, তেমনি রাজনৈতিক নেতারাও বসে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন—কীভাবে নির্বাচন করবেন। যেমন-তেমন করে নির্বাচন করলে তো আবার আগের অবস্থায় ফিরে যাব। এত কিছু করে তাহলে লাভ কী হলো?”

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস এই আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আজ আমরা যে ঐক্যের সুর তুলেছি, সেই সুর নিয়েই নির্বাচনের পথে যেতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—সে নির্বাচনে এই ঐক্য যেন অটুট থাকে।”

সভ্যতার পথে অগ্রযাত্রার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম। আগে আমরা এমন এক অস্থির অবস্থায় ছিলাম, যেখানে আইন-কানুন কার্যত ছিল না। এখন আমরা এমন এক সভ্য সমাজ গড়ব, যা দেখে বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকবে।”

তিনি বলেন, “আমাদের সম্পদের বিশাল অংশ এখনো অনাবিষ্কৃত। বঙ্গোপসাগর আমাদেরই, কিন্তু আমরা কখনো তার পূর্ণ ব্যবহার করতে পারিনি। এই অঞ্চল অত্যন্ত সম্পদশালী। এখন সময় এসেছে, এসব সম্পদ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার।”

সমুদ্রবন্দর উন্নয়নের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, “আমরা যদি আধুনিক সমুদ্রবন্দর গড়ে তুলতে পারি, তাহলে বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ আমাদের বন্দরে ভিড়বে। আমাদের পণ্য সিঙ্গাপুরে গিয়ে খালাস করতে হবে না, বরং অন্যান্য দেশও তাদের পণ্য আমাদের বন্দরে আনবে। এতে আমরা আঞ্চলিক বাণিজ্যে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারব।”

তিনি আরও যোগ করেন, “মাতারবাড়ি, কক্সবাজার ও মহেশখালীসহ পুরো উপকূলীয় অঞ্চলকে যদি একসঙ্গে উন্নত করা যায়, তাহলে সেটি নতুন ‘সিঙ্গাপুরে’ পরিণত হবে। নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে। এভাবেই আমরা নিজেদের অর্থনীতিকে আঞ্চলিক সমৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে পারব।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×