| সোয়া কোটি টাকার কাঠ উদ্ধার, পালিয়ে গেছে ইউপিডিএফ |
🔹 খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়িমুখ বাজার দেওয়ানপাড়া এলাকা থেকে নিরাপত্তা বাহিনী প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে।
বুধবার বিকেলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, নদীপথে বাঁশের চালির ওপর বিশেষ কায়দায় সমতলে কাঠ পাচারের চেষ্টা চলছিল। তবে সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাঁশ ও কাঠ ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার করা কাঠ বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে দেখা গেছে—এই অবৈধ কাঠ পাচারচক্রের সঙ্গে ইউপিডিএফ সরাসরি জড়িত।
লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেন,
“আমরা জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সর্বদা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, চলতি মাসে দুর্গম বার্মাছড়িমুখ এলাকায় সেনাবাহিনী বেইজ পেট্রোল ক্যাম্প স্থাপন করে অভিযান জোরদার করার পর থেকেই ইউপিডিএফ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে তাদের বেআইনি কার্যক্রম আড়াল করার চেষ্টা করছে বলে জানা গেছে।
No comments:
Post a Comment