| অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে: মোহাম্মদ তাহের |
🔹 সময় নষ্ট না করে অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে: জামায়াত নেতা তাহের
সময় নষ্ট না করে অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ডা. তাহের বলেন, “সম্ভব হলে আজকেই জুলাই সনদের আদেশ জারি করুন। আজ না পারলে কাল (শুক্রবার) অবশ্যই করুন। প্রতিটি দিন ও ঘণ্টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি অভিযোগ করেন, “গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। বিএনপির আচরণ হচ্ছে, তারা কোথায় লাভবান হবে সেই হিসাব করেই সংস্কার চায়।”
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিএনপি বলছে, কোনোভাবেই গণভোট মানবে না। তাই ইন্টেরিম সরকারকে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। দ্রুত আদেশ জারি না করলে সরকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলবে। আর যদি আস্থা হারায়, তাহলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”
জামায়াতের এই নেতা আরও বলেন, “ঐকমত্য কমিশন প্রতিটি বিষয়ে সবাইকে একমত করতে চেয়েছিল। পরিশেষে প্রায় ৬০ শতাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে। সব দলের ঐক্যের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। রিফর্ম তো প্রতিদিন হয় না। জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে পারে না।”
তিনি আরও বলেন, “আমরা বারবার বলে আসছি— ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই এবং গণভোটের রায়ের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”
ডা. তাহের অভিযোগ করেন, “জাতীয় নির্বাচনের আগেই কিছু রাজনৈতিক দল ও মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। নির্বাচন বানচাল করতে সামাজিক মাধ্যমে আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে।”
No comments:
Post a Comment