বিএনপি কার্যালয় থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, October 31, 2025

বিএনপি কার্যালয় থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

বিএনপি কার্যালয় থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

চাঁদপুরে যুবদল নেতার তেলেসমাতি কাণ্ড: বিএনপি অফিসে খাদ্যবান্ধব কর্মসূচির ১২ টন চাল!

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে এক যুবদল নেতা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১২ টন চাল নিয়ে তেলেসমাতি কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে তরপুরচণ্ডী ইউনিয়নের জিএম ফজলুল হক স্কুল মোড় এলাকায়।


🔸 বিএনপি অফিসেই রাখলেন সরকারি চাল

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তরপুরচণ্ডী ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী খন্দকার সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়েছেন।

বুধবার তিনি জেলা খাদ্যগুদাম থেকে ১২ টন ৩৩০ কেজি (মোট ৪২৮ বস্তা) চাল উত্তোলন করেন। কিন্তু সেই চাল তিনি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মজুত রাখেন!

এ ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তোলপাড় শুরু হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে আইয়ুব আলী তড়িঘড়ি করে বিএনপির অফিসের সাইনবোর্ড খুলে ফেলেন। এরপর তিনি জানান, “এখন থেকে এটি আমার ডিলারশিপের অফিস।”


🔸 আইয়ুব আলীর বক্তব্য

ডিলার আইয়ুব আলী খন্দকার বলেন,

“আমি আগে কখনও ডিলারশিপ করিনি, তাই নিয়ম-কানুন ভালোভাবে জানতাম না। বিএনপি অফিসে চাল রাখা আমার ভুল হয়েছে। এখন থেকে এই অফিস আমার ডিলারশিপের অফিস হিসেবেই ব্যবহার হবে।”


🔸 প্রশাসনের প্রতিক্রিয়া

খাদ্যবান্ধব কর্মসূচির ট্যাগ অফিসার নুরজাহান বেগম বলেন,

“বিষয়টি জানতে পেরেছি। আমি ডিলারকে স্পষ্টভাবে বলে দিয়েছি, আমার উপস্থিতিতে যেন চাল বিতরণ করা হয়।”

সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম বলেন,

“ডিলার যদি এমন কিছু করে থাকে, সেটা ঠিক হয়নি। আমি নিজেই তদারকি করে সুষ্ঠুভাবে চাল বিতরণের ব্যবস্থা করব।”

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা জানান,

“তরপুরচণ্ডী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল তোলা হয়েছে। শুক্রবার বিতরণ করা হবে। ডিলার কোনো অনিয়ম করেননি, তবে দলীয় অফিসে চাল রাখা ঠিক হয়নি। আমাদের নির্দেশে তিনি পরে চাল গোডাউনে সরিয়ে নিয়েছেন।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×