যুবলীগের মিছিলের ব্যানার তৈরিতে যুক্ত থাকায় সাংবাদিকসহ আটক ২ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, October 31, 2025

যুবলীগের মিছিলের ব্যানার তৈরিতে যুক্ত থাকায় সাংবাদিকসহ আটক ২

যুবলীগের মিছিলের ব্যানার তৈরিতে যুক্ত থাকায় সাংবাদিকসহ আটক ২

🔹 যশোরে যুবলীগের নামে ব্যানার তৈরির অভিযোগে দুইজন গ্রেপ্তার
🕓 স্টাফ রিপোর্টার | পিপলস বাংলা নিউজ

যশোরে যুবলীগের নামে বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের একজন স্থানীয় একটি ছাপাখানার মালিক নাহিদ ইসলাম, অপরজন স্থানীয় দৈনিক রানার-এর বার্তা সম্পাদক দেবু মল্লিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভোলার ট্যাংক রোডে ফায়ার ব্রিগেড কার্যালয় সংলগ্ন এলাকা থেকে দেবু মল্লিককে প্রথমে গ্রেপ্তার করা হয়। তিনি পলাতক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবেও কাজ করতেন। পরে ঘোপ সেন্ট্রাল রোডের ‘আইএনবি ডিজিটাল’ নামের একটি ছাপাখানা থেকে মালিক নাহিদ ইসলামকে আটক করে পুলিশ।

🔸 ব্যানারে লেখা ছিল উস্কানিমূলক স্লোগান
পুলিশ জানিয়েছে, ছাপাখানা থেকে বেশ কিছু ব্যানার জব্দ করা হয়েছে। ব্যানারগুলোতে লেখা ছিল—

“শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করো”,
“অবৈধ আইসিটি আইন বন্ধ করো” ইত্যাদি।

ব্যানারে আয়োজক হিসেবে পলাতক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের নাম উল্লেখ ছিল।

🔸 অভিযুক্ত বিপুলের অতীত
সূত্র জানায়, আনোয়ার হোসেন বিপুল সাবেক যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছিলেন। বর্তমানে তিনি পলাতক। আওয়ামী শাসনামলে তার নেতৃত্বে একাধিক কিশোর গ্যাং গড়ে ওঠে, যারা নানা অপরাধে জড়িত ছিল। এমনকি বিএনপির কার্যালয় ও নেতাদের বাড়িতে সংঘটিত কয়েকটি বোমা হামলার নেপথ্যেও তার নাম আসে বলে দাবি পুলিশের।

🔸 গ্রেপ্তার ও মামলা
যুবলীগ নেতা বিপুল পালিয়ে যাওয়ার পর তার ব্যবসার দেখাশোনা করতেন দেবু মল্লিক। আর নাহিদ ইসলাম রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন সময় ব্যানার ও লিফলেট মুদ্রণ করে পরিবেশ অস্থিতিশীল করতে ভূমিকা রেখেছেন বলে জানায় পুলিশ।

রাতের অভিযানে নেতৃত্ব দেন যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) কাজী বাবুল। থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক দল এই অভিযানে অংশ নেয়।

তিনি জানান, আটক দুজনসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০–৩৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার আদালতে হাজিরের পর বিচারক দেবু মল্লিক ও নাহিদ ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

🔸 পুলিশের সতর্ক বার্তা
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন বলেন,

“যারা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×