সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, August 2, 2025

সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান

সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান

মাত্র ৭৫ দিনে হাফেজ হলো ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট আদনান!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আবরারিয়া মডেল মাদ্রাসার মাত্র ৭ বছর বয়সী এক ছাত্র মো. আদনান মাত্র ২ মাস ১৫ দিন (৭৫ দিন) সময়ে পুরো পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে ইতিহাস গড়েছে। এই অবিশ্বাস্য কীর্তি অর্জন করে সে এখন পুরো অঞ্চলের আলোচনার কেন্দ্রে।

আদনান সরাইল উপজেলার মোগলটুলা এলাকার মোহাম্মদ ওবাইদুল্লাহ মিয়ার ছেলে। তার এই অর্জনে আনন্দে আপ্লুত পরিবার, শিক্ষক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

৭৫ দিনে মুখস্থ করে ফেলেছে পুরো কোরআন

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালে আবরারিয়া মডেল মাদ্রাসায় ভর্তি হয় আদনান। প্রথমে নূরানি, কায়দা, সিপারা ও নাজেরা পড়াশোনা শেষ করে। এরপর হেফজ শুরু করলে প্রথম দিনেই সে ১ পারা মুখস্থ করে দেয়— যা শিক্ষকসহ সবার জন্য ছিল বিস্ময়কর। ধারাবাহিকভাবে সে প্রতিদিন কয়েক পারা মুখস্থ করতে করতে মাত্র ৭৫ দিনেই পুরো কোরআন শরীফ হিফজ সম্পন্ন করে।

মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, এটি এক বিরল দৃষ্টান্ত

মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ বলেন,
“আদনানের প্রতিভা আমাকে সত্যিই বিস্মিত করেছে। এত অল্প সময়ে এত নিখুঁতভাবে কোরআন মুখস্থ করা খুবই বিরল ঘটনা। আমরা তার জন্য গর্বিত এবং দোয়া করি, সে যেন দ্বীন ও ইসলামের পথে অটল থাকে।”

আদনানের এ অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো সমাজের জন্যই এক অনুপ্রেরণা। তার সাফল্য প্রমাণ করে— ইচ্ছা, অধ্যবসায় ও নিষ্ঠা থাকলে শিশু বয়সেও মহান আল্লাহর কালাম হৃদয়ে ধারণ করা সম্ভব

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×