কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টিকটক ভিডিও: ১২ কিশোর-যুবক আটক
📍 People’s Bangla প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও ধারণ করায় ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের কালা মিয়ার দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন:
সাইফুল ইসলাম, আব্দুর রহমান জাহেদ, আরাফাত হোসেন মিনহাজ, আশরাফুল জামাল রিয়াদ, ফোরকান, ইয়াছিন আরাফাত, আব্দুল করিম আদর, আবু হাছনাইন বিজয়, ইকবাল, আশিকুল ইসলাম আকাশ, শরীফুল ইসলাম এবং আকিফুল ইসলাম আকিব।
তারা সবাই চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ওই কিশোর-যুবকেরা একটি মিছিলের মতো দলবেঁধে টিকটক ভিডিও ধারণ করছিল। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে পুলিশ দাবি করেছে, ভিডিওটি এখনো ফেসবুকে আপলোড করা হয়নি।
জানা গেছে, আটককৃতরা “চুলকানি বাহিনী ফানি বিনোদন” নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করে। তারা মাঝে মাঝে মজার ভিডিও বানিয়ে আপলোড করে থাকলেও, এই ঘটনার ভিডিওটি নিয়ে সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন,
“ওই যুবক-কিশোরদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
📌 People’s Bangla | Voice of the People
প্রযুক্তির আনন্দ যেন সমাজের শৃঙ্খলা ভঙ্গ না করে — এমনটাই প্রত্যাশা সবার।
No comments:
Post a Comment