গুলিস্তানে ‘জুলাইযোদ্ধা’র ব্যানার সরিয়ে নতুন ইনস্টিটিউটের প্রস্তুতি, পরিষ্কার হচ্ছে পরিত্যক্ত ভবন
📍 People’s Bangla প্রতিবেদক | ঢাকা
রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবন, যা গত বছরের গণঅভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল, সেটি আবারও প্রাণ ফিরে পাচ্ছে। বহুল আলোচিত ভবনটির গায়ে এতদিন ঝুলে থাকা ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’ ব্যানার সরিয়ে এখন সেখানে টানানো হয়েছে— “আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট” নামে নতুন ব্যানার।
প্রায় এক বছর ধরে পরিত্যক্ত ভবনটি এবার পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। সরেজমিন বৃহস্পতিবার দেখা যায়, ভবনের নিচতলা থেকে শুরু করে দ্বিতীয় ও তৃতীয় তলায় জমে থাকা আবর্জনা অপসারণ করছেন অন্তত ১০–১২ জন কর্মী। তাদের কেউ কেউ জানিয়েছেন, পুরো ভবন পরিষ্কার করে নতুন উদ্যেগে হস্তান্তর করা হবে ছাত্র-জনতার একটি সংগঠনের কাছে।
পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন বলেন, “এই ভবনে আহত শহীদ পরিবারের জন্য অফিস করা হবে। তবে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ কী ধরনের প্রতিষ্ঠান, তা এখনই জানানো সম্ভব নয়। ভবনের ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে ছাত্র-জনতা।”
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের ৫ আগস্ট গুলিস্তানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ভবনটি লুটপাটের শিকার হয় এবং দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ভবনটি ধীরে ধীরে ছিন্নমূল মানুষের শৌচাগার ও আড্ডাস্থলে পরিণত হয়। মলমূত্র, আবর্জনা আর নেশার গন্ধে এলাকাবাসী দুর্ভোগে পড়েন।
সম্প্রতি ‘জুলাই-আগস্ট গণআন্দোলন’-এ অংশ নেওয়া ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ভবনটি পরিষ্কার করে পুনরায় ব্যবহারের প্রস্তুতি শুরু হয়েছে।
এই ভবনটি ২০১৮ সালের ২৩ জুন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ১০ তলা ভবনে ছিল আধুনিক সুযোগ-সুবিধা। সেই কেন্দ্রীয় কার্যালয়ই এখন নতুন পরিচয়ে ছাত্র আন্দোলনের ঠিকানা হতে যাচ্ছে।
📌 People’s Bangla | Voice of the People
নতুন বাংলাদেশ গঠনের পথে বদলে যাচ্ছে রাজপথের দৃশ্যপট।
No comments:
Post a Comment