জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও ব্যবহার করে সরকারবিরোধী অপপ্রচার |
ভুয়া প্রচারণার ভিডিও নিয়ে রিউমার স্ক্যানারের সতর্কতা: ‘বাংলা ব্লকেড’-এর ফুটেজ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা
📍 People’s Bangla প্রতিবেদক | ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো এক বিভ্রান্তিকর প্রচারণায় ব্যবহৃত ভিডিওকে ভুয়া ও অপপ্রচারের অংশ হিসেবে শনাক্ত করেছে দেশের অন্যতম ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার।
প্রতিষ্ঠানটির অনুসন্ধানে উঠে এসেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়ে দিয়ে বিভ্রান্তিকরভাবে সেটিকে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। অথচ প্রকৃতপক্ষে সেটি ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত কোটা সংস্কার আন্দোলনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির সময়কার।
সেই কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের দৃশ্যই এখন নতুন রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।
প্রতিষ্ঠানটির তদন্ত টিম জানায়,
“অনলাইন ও সামাজিক মাধ্যমে সংঘবদ্ধভাবে বাংলাদেশের বিরুদ্ধে গুজব, অপতথ্য এবং বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে দেশ-বিদেশ থেকে। এসব প্রচারণার পেছনে একটি সুসংগঠিত মহল কাজ করছে।”
রিউমার স্ক্যানারের তথ্যমতে, শুধুমাত্র ২০২৫ সালের এপ্রিল মাসেই ২৯৬টি ভুয়া তথ্য সামাজিক মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অনেক প্রচারণা ভারতীয় গণমাধ্যম ও সেখানকার কিছু সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে পরিচালিত হয়েছে বলে জানায় সংস্থাটি।
🔍 ফ্যাক্ট চেক ও ডিজিটাল সচেতনতার এই যুগে বিভ্রান্তিমূলক তথ্য থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে রিউমার স্ক্যানার।
📌 People’s Bangla | Voice of the People
সত্যের পক্ষে, বিভ্রান্তির বিরুদ্ধে।
No comments:
Post a Comment