কারচুপির অভিযোগ বাম প্যানেলের, ফল স্থগিত না হলে ‘শিক্ষার্থীরা দেখে নেবে’ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 15, 2025

কারচুপির অভিযোগ বাম প্যানেলের, ফল স্থগিত না হলে ‘শিক্ষার্থীরা দেখে নেবে’

কারচুপির অভিযোগ বাম প্যানেলের, ফল স্থগিত না হলে ‘শিক্ষার্থীরা দেখে নেবে’

চাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ‘দ্রোহ পর্ষদ’-এর, ফল স্থগিত না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট সমর্থিত ‘দ্রোহ পর্ষদ’ প্যানেল। তারা অভিযোগ করেছে, ভোটকেন্দ্রে নানা অনিয়মের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এসব কেন্দ্রের ফলাফল স্থগিত না করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্যানেলটির প্রার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন প্যানেলের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ


অমোচনীয় কালি ও অনিয়মের অভিযোগ

ঋজু লক্ষ্মী অবরোধ বলেন,

“আমরা খুব উদ্বেগের সঙ্গে সকাল থেকে নানা অনিয়ম দেখেছি। নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেছিলাম, অমোচনীয় কালি ব্যবহার হচ্ছে কি না— তারা বলেছিলেন, হচ্ছে। কিন্তু বাস্তবে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন,

“আইটি ফ্যাকাল্টিতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ভোট গ্রহণ হয়েছে। বিবিএ ফ্যাকাল্টিতেও একই ঘটনা ঘটেছে। এমনকি বিবিএ ফ্যাকাল্টিতে ছাত্রী সংস্থার একজন কর্মী ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের স্লিপ বিতরণ করেছেন।”


শিবির প্যানেলকে প্রশ্রয়ের অভিযোগ

দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী আরও বলেন,

“শিবির সমর্থিত প্যানেল আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিন্তু আমরা সামান্য কিছু করলেই আমাদের অনুমতি দেওয়া হয় না। তাহলে আগে থেকেই বলে দিতেন, এই নির্বাচন শুধু একটি প্যানেল নিয়েই করবেন— অন্য প্যানেলের প্রয়োজন নেই।”


ভোট স্থগিতের দাবি ও সতর্কবার্তা

ঋজু লক্ষ্মী অবরোধ বলেন,

“আমরা যখন অভিযোগ জানাতে যাই, তখন নির্বাচন কমিশন বলে— আমাদের অভিযোগ ‘অলীক কল্পনা’। এই প্রশাসন ব্যর্থ প্রশাসন। আমরা দাবি জানাচ্ছি, যেসব কেন্দ্রে কারচুপির অভিযোগ উঠেছে, সেসব কেন্দ্রের ভোট গণনা ও ফলাফল স্থগিত করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা দেখে নেবে, কীভাবে অধিকার আদায় করতে হয়।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×