জয় পরাজয় যাই হোক ফল ‘মেনে নেব’: শিবিরের জিএস প্রার্থী - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 15, 2025

জয় পরাজয় যাই হোক ফল ‘মেনে নেব’: শিবিরের জিএস প্রার্থী

জয় পরাজয় যাই হোক ফল ‘মেনে নেব’: শিবিরের জিএস প্রার্থী

চাকসু নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, ঐক্যবদ্ধভাবে প্রত্যাশিত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি সাঈদ বিন হাবিবের

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয় বা পরাজয় যাই হোক না কেন, ফলাফল মেনে নিয়ে সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত ও ঐক্যবদ্ধ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রকৌশল অনুষদ ভবনে ভোটদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


‘৩৬ বছর পর শিক্ষার্থীদের অধিকার ফিরে আসছে’

সাঈদ বিন হাবিব বলেন,

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩৬ বছর পর তাদের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন পেতে যাচ্ছে। আজকের এ নির্বাচন সফলভাবে সম্পন্ন হলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম চাকসু আবারও সচল হবে।”


‘১২ মাসে ৩৩টি কাজ করার অঙ্গীকার’

সম্প্রীতি শিক্ষার্থী জোটের এ প্রার্থী বলেন,

“চাকসু সচল হওয়ার পর আমরা ১২ মাসে ৩৩টি কাজ করার ইশতেহার ঘোষণা করেছি। এর মধ্যে ৯টি বিষয়কে আমরা বিশেষ ফোকাসে রেখেছি। আমরা যদি নির্বাচিত হই, তবে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতা দিয়ে সেই ৩৩টি কাজ বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন,

“আমাদের লক্ষ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র বাংলাদেশের নয়, আন্তর্জাতিকভাবে একটি আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা।”


‘সবাই মিলে প্রত্যাশিত ক্যাম্পাস গড়ব’

সাঈদ বিন হাবিব শেষে বলেন,

“যেই জয়ী হোক, যেই পরাজিত হোক— সবাই মিলে কাজ করব ইনশাল্লাহ। আমরা চাই, সব শিক্ষার্থী ঐক্যবদ্ধভাবে একটি স্বপ্নের, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তুলুক।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×