| জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে ভারতের কঠোর বার্তা |
ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক, মালয়েশিয়া থেকে পৌঁছামাত্রই গ্রেপ্তার চান ভারত
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েকের আগামী নভেম্বরে ঢাকায় আগমনকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে তার বিরুদ্ধে ভারতের অভিযোগ। নয়াদিল্লি আশা করছে, মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছামাত্রই বাংলাদেশের কর্তৃপক্ষ তাকে ভারতের হাতে তুলে দেবে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে এই তথ্য।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,
“জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।”
🔸 ভারত ছাড়ার পটভূমি
২০১৬ সালের আগে পর্যন্ত ভারতে অবস্থান করছিলেন জাকির নায়েক। ইসলামি বক্তৃতা ও বিতর্কের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য প্রচার’ এবং ‘অর্থপাচার’-এর অভিযোগে একাধিক মামলা হয়। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় তার প্রতিষ্ঠিত ইসলামি টেলিভিশন চ্যানেল পিস টিভি-এর সম্প্রচার।
এসব ঘটনার পর ওই বছরই তিনি মালয়েশিয়ায় চলে যান এবং সেখানকার সরকারের কাছ থেকে স্থায়ী বসবাসের অনুমতি পান।
🔸 ভারতে ফেরার শর্ত
ভারতে ফেরার বিষয়ে জাকির নায়েক একাধিকবার বলেছেন,
“ন্যায়বিচারের নিশ্চয়তা না পেলে আমি ভারতে ফিরব না।”
মালয়েশিয়ায় অবস্থান করায় বর্তমানে তিনি ভারতের বিচারিক আওতার বাইরে রয়েছেন।
🔸 ঢাকা সফর নিয়ে তোলপাড়
আগামী ২৮ ও ২৯ নভেম্বর তিনি ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে আসবেন বলে আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে। অনুষ্ঠানটি রাজধানীর আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
🔸 বাংলাদেশে নিষেধাজ্ঞার ইতিহাস
২০১৬ সালে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী ‘জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত’ ছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, জাকির নায়েকের এই সফর কূটনৈতিকভাবে ভারত-বাংলাদেশ সম্পর্কেও নতুন মাত্রা যোগ করতে পারে।
No comments:
Post a Comment