| বগুড়ায় বিএনপি নেতার বাস ভাঙচুর করলেন ছাত্রদল নেতা |
নিজ দলের নেতার বাসে হামলা ও ভাঙচুর, অভিযুক্ত জেলা ছাত্রদল নেতা আতিক
বগুড়ায় নিজ দলের এক নেতার বাসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন জেলা ছাত্রদলের সহসম্পাদক আতিকুল আতিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পুরান বগুড়ার নর্থবেঙ্গল সাব ফ্যাক্টরির কাছে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে পাশ দিয়ে যাচ্ছিলেন ছাত্রদল নেতা আতিকুল আতিক। সে সময় গায়ে পানি ছিটে গেলে বাসের স্টাফদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক নিজের অনুসারী যুবকদের নিয়ে এসে বাসটিতে হামলা চালান ও ভাঙচুর করেন। এমনকি তারা আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করে, তবে মোটর শ্রমিক নেতাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভাঙচুরের শিকার গাড়ির মালিক মিজানুর রহমান মিজান, যিনি জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক, জানান—“গতকালই নতুন করে গাড়ির বডি বানিয়ে রাস্তায় নামিয়েছি। অথচ দলেরই নেতা এসে এমন কাজ করলো।”
তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “ক্ষমতায় না আসতেই দলের নামে বাহাদুরি দেখাচ্ছে কিছু নেতা। বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতাদের ফোন পেয়েও তারা ভাঙচুর থামায়নি।”
এ ঘটনায় মিজানুর রহমান বগুড়া সদর থানায় আতিক ও সাব্বিরের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দলীয় নেতার সম্পত্তি ধ্বংসের এই ঘটনা এখন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের নতুন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
No comments:
Post a Comment