পাবনায় যুবদলের মিছিলে না যাওয়ায় শিক্ষার্থীকে মারধর - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 29, 2025

পাবনায় যুবদলের মিছিলে না যাওয়ায় শিক্ষার্থীকে মারধর

পাবনায় যুবদলের মিছিলে না যাওয়ায় শিক্ষার্থীকে মারধর

🔹 যুবদলের মিছিলে না যাওয়ায় পাবনার কলেজ শিক্ষার্থীকে মারধর

পাবনার সিটি নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমত রিংকুকে (ছাত্র মেসে থাকা অবস্থায়) যুবদলের নেতাকর্মীরা মারধর করেছে। ঘটনার সূত্রপাত, সোমবার দুপুরে রিংকু ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।


🔸 মিছিলে বাধ্য করার চেষ্টা ও মারধর

জানা গেছে, যুবদল নেতাকর্মীরা তাকে জোর করে মিছিলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রিংকু যখন মিছিলে যেতে অস্বীকৃতি জানান, তখন তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

মিছিল শেষ হওয়ার পর দু’জন যুবক তাকে মেস থেকে তুলে নিয়ে যায়। তারা রিংকুকে নেতার কাছে পাঠানোর কথা বলে স্থানীয় টিবি হাসপাতালে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।


🔸 গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

শহরের ‘আল্লাহর দান ছাত্র মেসে’ থাকা রিংকু মারধরের পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে কলেজের শিক্ষকরা এই বিষয়টি জানতে পারেন।

রিংকুর সহপাঠী ও সহশিক্ষার্থীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


🔸 থানার প্রতিক্রিয়া

এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পাবনা সদর থানার ওসি মো. আব্দুস সালাম জানিয়েছেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×