সরকার জুলাই যোদ্ধাদের সঙ্গে যা করেছে, তা লজ্জার: জামায়াত আমির - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, October 17, 2025

সরকার জুলাই যোদ্ধাদের সঙ্গে যা করেছে, তা লজ্জার: জামায়াত আমির

সরকার জুলাই যোদ্ধাদের সঙ্গে যা করেছে, তা লজ্জার: জামায়াত আমির

🕊️ জুলাইযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

জুলাইযোদ্ধাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দিতে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

তিনি বলেন, “সরকার জুলাইযোদ্ধাদের সঙ্গে সুবিচার করতে ব্যর্থ হয়েছে। দাবি আদায়ে তাদের আবারও রাজপথে নামতে হচ্ছে। সরকার তাদের সঙ্গে কী ধরনের আচরণ করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে যা শোনা যাচ্ছে তা লজ্জার ও বেদনার।”

আজ শুক্রবার রাজধানীর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ আসনের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। এ বিষয়ে টালবাহানা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের এক হাজার শহীদের তালিকা আমাদের হাতে আছে, যাদের ৬০ শতাংশই শ্রমিক। দেশ ও জাতির ক্রান্তিকালে শ্রমিক সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।”

জামায়াত আমির আরও বলেন, “ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল, তা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও অনিয়ম রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। বক্তব্য দেন মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×