কুরআন পাঠ বিজয়ীদের ১৫ লক্ষ টাকা পুরস্কার দিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, October 19, 2025

কুরআন পাঠ বিজয়ীদের ১৫ লক্ষ টাকা পুরস্কার দিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

কুরআন পাঠ বিজয়ীদের ১৫ লক্ষ টাকা পুরস্কার দিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

আস-সুন্নাহ ফাউন্ডেশনে কুরআন বর্ষের পুরস্কার বিতরণ: ১৫ লক্ষ টাকার পুরস্কার ও তিনজন পেলেন উমরাহ সুযোগ

বছরব্যাপী কুরআন পাঠ ও প্রতিযোগিতায় উত্তীর্ণদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুরআন পাঠ ও প্রতিযোগিতাকে কেন্দ্র করে ২০২৪ সালকে ‘কুরআন বর্ষ’ ঘোষণা করেছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ উপলক্ষে সারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কুরআন পাঠে অংশ নেন। পাঁচ ধাপের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লক্ষাধিক মানুষ—এর মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, বুয়েট-ঢাবিসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি খেটে খাওয়া সাধারণ মানুষও।

চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১১৭ জনকে পুরস্কৃত করা হয়। মোট ১৫ লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয় বিজয়ীদের মাঝে।

প্রথম স্থান অর্জনকারী তিনজনই নভেম্বর মাসে উমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। তারা হলেন—
🔹 দক্ষিণ বারিধারার এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কে এম ইউসুফ নূর,
🔹 এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী ফাহিম আশরাফ,
🔹 রাজশাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন আফসানা মিম

দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনজন নারী—ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী সুমাইয়া, গৃহিণী উম্মে মারয়াম, ও সায়মা আক্তার তিন্নি। প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকার সমমূল্যের পারিবারিক লাইব্রেরি

তৃতীয় স্থান অর্জন করেছেন ছয়জন—বুয়েটের লেকচারার শেখ আজিজুল হাকিম, মাদরাসা শিক্ষার্থী মুয়াজ মুহাম্মাদ আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন, চিকিৎসক লিওজা আরা তোহফা, গৃহিণী নিগার সুলতানা, ও নুরানী শিক্ষক মো. ইবরাহিম। তারা প্রত্যেকে পেয়েছেন একটি ট্যাব

চতুর্থ স্থান অর্জন করেছেন ১০৫ জন প্রতিযোগী, প্রত্যেকে পেয়েছেন রকমারি ডট কমের ১ হাজার টাকার গিফট ভাউচার

উল্লেখযোগ্য বিষয় হলো—দ্বিতীয় স্থান অর্জনকারী তিনজনই নারী, এবং উত্তীর্ণদের মধ্যেও নারীদের অংশগ্রহণ বেশি। যা প্রমাণ করে, দীনি জ্ঞানচর্চায় নারীরাও পুরুষদের পাশাপাশি এগিয়ে চলেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন,

“প্রত্যেক মুসলমানের উচিত প্রতিদিন কুরআন তিলাওয়াত ও অনুধাবনের মাধ্যমে জীবন গঠন করা। কুরআনের আলোয় সমাজ ও পরিবারে শান্তি ফিরে আসবে।”

স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমাদ বলেন,

“এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও অনুরাগ জাগিয়ে তুলতে চাই। কুরআনের আলোয় আলোকিত এই প্রজন্মই একদিন নৈতিক সমাজ গঠনে নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা, প্রতিযোগিতা পরিচালনা টিম ও অসংখ্য কুরআনপ্রেমী শিক্ষক-শিক্ষার্থী।

বিশেষভাবে উল্লেখ্য, উমরাহ বিজয়ী ফাহিম আশরাফ কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার পক্ষ থেকে উমরাহর পুরস্কার গ্রহণ করেন তার বাবা। উপস্থিত সবাই তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শায়খ আহমাদুল্লাহ পরিবারের প্রতি সান্ত্বনা জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×