বিইউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, October 19, 2025

বিইউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিইউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিইউপি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য কাজী আফরোজ মৌসুমি বলেন,
“অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম দেশের বোনেরা যেন ক্যাম্পাসসহ সর্বত্র নিরাপদে থাকতে পারে। অথচ আছিয়াসহ গত এক বছরে দেশে তিন হাজারেরও বেশি ধর্ষণ সংঘটিত হয়েছে। বিইউপির যে বোন ধর্ষিত হয়েছেন, তার বিচার হোক, এবং বিইউপির শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হোক।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন,
“সাভারে বিইউপি শিক্ষার্থী গণধর্ষণের প্রতিবাদেই আজকের এই কর্মসূচির আয়োজন। গত ১৭ বছরের বিচারহীনতার সংস্কৃতি দেশকে অপরাধপ্রবণ করে তুলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের মানিক ও কিছুদিন আগে মোস্তাফিজ ধর্ষণের মতো অপরাধ করেছে।”

তিনি আরও বলেন,
“জুলাইয়ের পরবর্তী ইন্টেরিম সরকারের মাধ্যমে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এ সরকারও নারীর নিরাপত্তা, ন্যায়বিচার ও আইনশৃঙ্খলার উন্নতি করতে ব্যর্থ হয়েছে। আমরা দাবি জানাই—সাভারের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×