| বিএনপি বা জামায়াত নয় আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে: ইলিয়াস হোসাইন |
“কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী নই” — অবস্থান স্পষ্ট করলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন
অনলাইন ডেস্ক │ শুক্রবার সকাল:
দেশের চলমান রাজনৈতিক সংকটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন।
শুক্রবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী নন, বরং জামায়াত ও বিএনপি — উভয়ের প্রতিই তাঁর সমান ভালোবাসা ও সমালোচনা রয়েছে।
ইলিয়াস হোসাইন লিখেছেন, “অনেকে বলে আমি শুধু জামায়াত ইসলামের লোকজনের সঙ্গে ছবি তুলি—কথাটা সত্যি নয়। গত ১৫ বছরের কঠিন সময়েও কেউ বলতে পারবে না আমি কখনো জামায়াতকে উপরে তুলেছি বা বিএনপিকে নিচে নামিয়েছি। বিএনপি কিংবা জামায়াতের ওপর নির্যাতন হলে আমি নিজে পরিবার ভেবে ব্যথিত হয়েছি।”
তিনি আরও বলেন, “কেউ বলতে পারবে না, কোনো দিন আমি তারেক রহমান কিংবা জিয়া পরিবারের কাউকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি।”
নিজের সমালোচকদের উদ্দেশে ইলিয়াস লেখেন, “রাজনৈতিক দ্বন্দ্বে মাঝে মাঝে যারা আমাকে জামায়াত-সমর্থক বলে ট্যাগ দেয়, তাদের বলব—আমি স্বঘোষিত রাজাকার এর চেয়ে বড় ট্যাগ আর কী দেবেন? আপনি যাই বলেন, আমি আমার জায়গায় অটল আছি।”
তিনি জানান, তাঁর অবস্থান কোনো দলের পক্ষে নয়; বরং চান জামায়াত ও বিএনপি সীমার মধ্যে থেকেই স্বাস্থ্যকর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করুক।
ইলিয়াস বলেন, “যদি আমার হাতে ক্ষমতা থাকত, বলতাম—বিএনপি পাঁচ বছর, জামায়াত পাঁচ বছর করে ক্ষমতায় থাকুক। কিন্তু বর্তমান পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে; দুই পক্ষের সংঘাত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।”
দেশীয় রাজনৈতিক দলের প্রতি তাঁর কোনো ব্যক্তিগত আক্রোশ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
ইলিয়াস বলেন, “বিএনপির সবাইকে আমি শত্রু মনে করি না। যাঁরা ভারতপ্রীতি দেখান, তাদের সমালোচনা করি। ভুল বুঝলে পরে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই। আমার সমস্যা কোনো দল না—আমার সমস্যা ভারতীয় আগ্রাসন।”
সম্প্রতি জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ তাহেরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি জানান, “তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আমি সামনাসামনি জানিয়েছি এবং জামায়াতকে কিছু বিষয়ে সতর্কও করেছি।”
এছাড়া সন্তোষ শর্মাকে অনুষ্ঠানে আনার বিষয়ে জামায়াতের আমীরকে কটাক্ষ করার জন্য ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বিএনপি নেতাদের সঙ্গে দেখা না করার কারণ ব্যাখ্যা করে ইলিয়াস বলেন, “বিএনপি নেতারা দেখা করতে চাননি, তাই দেখা করিনি। জামায়াতের নেতারা দেখা করতে চেয়েছেন, তাই সাক্ষাৎ করেছি।”
পোস্টের শেষাংশে তিনি পুনর্ব্যক্ত করেন, “আমার রাজনৈতিক প্রত্যাশা হলো—সীমার মধ্যে থেকে স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা এবং দেশীয় স্বার্থ রক্ষা।”
No comments:
Post a Comment