| জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে: রাশেদ প্রধান |
জাগপার মানববন্ধন: রাশেদ প্রধান বললেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন জরুরি
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে ওই আদেশের ভিত্তিতে গণভোট আয়োজন করা উচিত।
মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাগপার মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, “অন্তর্বর্তী সরকার আগামী ১৭ তারিখে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে। কিন্তু এর মাধ্যমে কোনো আইনগত ভিত্তি তৈরি হচ্ছে না; এটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা।”
তিনি আরও বলেন, “বিএনপি গণভোটে রাজি হয়নি। এখন রাজি হলেও নির্বাচনের দিনে গণভোট করলে গ্রামাঞ্চলে সময়মতো ভোট কার্যক্রম সম্পন্ন করা কঠিন হয়ে যাবে। প্রতীক নির্ভর জাতীয় নির্বাচন মুখ্য এবং প্রশ্ননির্ভর গণভোট গৌণ হয়ে যাবে। জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না।”
রাশেদ প্রধান জাগপার ছোট দল হলেও জনগণের পিআর পদ্ধতি বোঝার ক্ষমতার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “উচ্চ কক্ষের প্রতিনিধি ঠিক করছেন, ৪ কোটি বেকারকে ক্ষমতায় এসে চাকরি দিচ্ছেন, কিন্তু পিআর পদ্ধতিতে ৫১% ভোট পেতে ভয় পাচ্ছেন কেন?”
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করুন। প্রশাসনকে পরিবর্তন করুন। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি এবং ভারতের প্রভাবমুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে সংহতি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ বলেন, “৫ আগস্টের পর রাজপথে আন্দোলন করা প্রয়োজন ছিল। ৭টি দল বাধ্য হয়ে রাজপথে নেমেছে। আগামী নির্বাচন একমাত্র পিআর পদ্ধতিতে করতে হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন আরও:
- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন
- প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম
- প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার
- ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার
- শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল
- সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন
- যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু
এদিকে, জাগপার ৭ দফা দাবিতে দেশের ৭টি বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন:
- চট্টগ্রাম: প্রেসিডিয়াম মেম্বার এ এম এম আনাছ
- রাজশাহী: প্রেসিডিয়াম মেম্বার মো. শামীম আক্তার পাইলট
- সিলেট: সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আহমদ লিটন
- খুলনা: জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী
- ময়মনসিংহ: যুব জাগপা সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার
- রংপুর: জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ
- বরিশাল: জেলা সহসমন্বয়ক মনিরুজ্জামান মনির
No comments:
Post a Comment