জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, September 14, 2025

জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের

জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের

জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন—
“জাতীয় পার্টি ও ১৪ দল এ দেশের ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট এবং আওয়ামী লীগের দোসর। এখন আবার এদের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত শুরু হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই দলগুলোর রাজনীতি মাঠে রাখা যৌক্তিক নয়।”

জুলাই সনদ বাস্তবায়নের দাবি

পাঁচ দফা দাবিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মামুনুল হক আরও বলেন, জুলাই সনদ কোনোভাবেই অকার্যকর করে ফেলা যাবে না। তাৎক্ষণিকভাবে অধ্যাদেশ, রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণা বা অন্য কোনো কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, “ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি ভুলে যাওয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। তাই সংসদের হাতে ছেড়ে দিলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। যেকোনো মূল্যে এটিকে কার্যকর করতে হবে।”

নির্বাচন ও উচ্চকক্ষ সংসদের দাবি

মামুনুল হক ঘোষণা দেন, জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি তিনি বলেন, এককক্ষ সংসদ ব্যবস্থা ক্ষমতার একচেটিয়া আধিপত্য তৈরি করে। তাই উচ্চকক্ষ সংসদ গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) ছাড়া উচ্চকক্ষ গঠন করা হলে তা কেবল বেকার পুনর্বাসনের জায়গা হবে।

কর্মসূচি ঘোষণা

দাবি আদায়ে তিনি তিন দফা কর্মসূচি ঘোষণা করেন—

  • ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল
  • ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল
  • ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শারাফাত হোসাইনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×