৪০ হাজার শিক্ষার্থীর সমস্যা সমাধানে প্রস্তুত ডাকসু: ভিপি সাদিক কায়েম |
৪০ হাজার শিক্ষার্থীর সমস্যা সমাধানে প্রস্তুত ডাকসু: ভিপি সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর সমস্যা সমাধানে ডাকসু সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন—
“শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে আমরা কাজ করব। ইতোমধ্যেই সাবেক ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। শিগগিরই শিক্ষার্থীদের মতামত নিয়ে মাসভিত্তিক কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন,
“ডাকসু নির্বাচনে কারও ব্যক্তিগত জয় বা পরাজয় হয়নি। এটি আসলে জুলাই প্রজন্ম ও শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। আমরা যারা নির্বাচিত হয়েছি, সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেওয়া আমাদের দায়িত্ব।”
এর আগে উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য। সভায় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ছাড়া ২৭ জন প্রতিনিধি অংশ নেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টিতে জয় পায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি পাঁচটির মধ্যে চারটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে জয়ী হয়েছেন বামপন্থী প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ।
No comments:
Post a Comment