বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আ’টক |
পাসপোর্ট ছাড়াই ফ্লাই করে জেদ্দায় আটক বিমান পাইলট ক্যাপ্টেন মুনতাসির
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছেন। পাসপোর্ট ছাড়াই ফ্লাই করায় জেদ্দা ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে।
বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ক্যাপ্টেন মুনতাসিরকে বিমানবন্দর থেকে হোটেলে নেওয়া হয়। সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।
পুনরাবৃত্ত ঘটনার নজির
বিমানের অভ্যন্তরীণ জবাবদিহিতার অভাবে বারবার এমন ঘটনা ঘটছে বলে জানা গেছে।
- এর আগে ক্যাপ্টেন ফজল মাহমুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইট পরিচালনার সময় দোহায় গিয়ে পাসপোর্ট ছাড়া আটক হয়েছিলেন। তাকে বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি।
- গত ৩১ জানুয়ারি ক্যাপ্টেন এনাম ঢাকা-লন্ডন রুটে মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করায় লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক হন। পরে তাকে বিমানের ফ্লাইটে ফেরত পাঠানো হয়।
বিমানের নিয়ম অনুযায়ী দীর্ঘ রুটে সাধারণত ৩ জন ককপিট ক্রু নিয়ে অপারেশন করা হয়। এসব অনিয়মিত পরিস্থিতি আনসেফ অপারেশন হিসেবে চিহ্নিত হয়।
কর্তৃপক্ষের বক্তব্য
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. সাফিকুর রহমান বলেন, "এ বিষয়ে পরিচালক (ফ্লাইট অপারেশন)-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।"
No comments:
Post a Comment