ক্লান্ত হয়ে চেয়ারে বসায় বৃদ্ধ নৈশপ্রহরীকে পেটালেন যুবদল নেতা - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, September 12, 2025

ক্লান্ত হয়ে চেয়ারে বসায় বৃদ্ধ নৈশপ্রহরীকে পেটালেন যুবদল নেতা

ক্লান্ত হয়ে চেয়ারে বসায় বৃদ্ধ নৈশপ্রহরীকে পেটালেন যুবদল নেতা

কুমিল্লার বুড়িচংয়ে নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক নৈশপ্রহরীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল নেতা দেলোয়ার হোসেন দোলনের বিরুদ্ধে। তিনি বুড়িচং উপজেলা যুবদলের সদস্যসচিব ও বুড়িচং বাজার কমিটির সাধারণ সম্পাদক।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে। আহত নৈশপ্রহরী দুলা মিয়া বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, রাত প্রায় আড়াইটার দিকে বাজার পাহারার ফাঁকে কিছুটা বিশ্রামের জন্য বসেছিলেন দুলা মিয়া। এ সময় দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কাঠের দণ্ড দিয়ে তাকে এলোপাতাড়ি পেটান। এতে তার পিঠ ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, একজন শ্রমজীবী বৃদ্ধ পাহারাদারকে এভাবে নির্মমভাবে মারধর মানবিকতার পরিপন্থী। তারা দ্রুত দোষীর শাস্তি দাবি করেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলার সভাপতি মো. গিয়াস উদ্দিন জানান, আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

হাসপাতালের বেডে শুয়ে দুলা মিয়া সাংবাদিকদের বলেন,
“তিনি আমাকে কুকুরের মতো পেটাতে থাকেন। প্রাণ বাঁচাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হয়। তবুও তিনি ক্ষান্ত হননি। পরে সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”

অভিযোগের বিষয়ে যুবদল নেতা দেলোয়ার হোসেন বলেন,
“দুই দিন আগে বাজার থেকে মোবাইল চুরি হয়েছে। পাহারাদাররা সতর্ক না থেকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এজন্যই তাকে শাসন করতে গিয়ে ঝামেলা হয়েছে।”

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন,
“ঘটনার কথা শুনেছি, তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×