জাকসুর ভোট গণনার সময় শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনার দায়িত্ব পালনের সময় শিক্ষিকার মৃত্যুতে শোক প্রকাশ জামায়াত আমিরের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালনের সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন,
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। জান্নাতুল ফেরদৌসের আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের ধৈর্য দান করুন। আমিন।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভোট গণনার কাজে অংশ নিতে সিনেট ভবনে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি জানান, “ম্যাম সকালেই দায়িত্ব পালনের জন্য এসেছিলেন। অসুস্থতা অনুভব করলে স্বামী অ্যাম্বুলেন্সে নিয়ে আসেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।”
জান্নাতুল ফেরদৌস ২০১৬ ও ২০১৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিএফএ ও এমএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি চারুকলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার ক্ষেত্র অন্তর্ভুক্ত চিত্রকলা, মুসলিম শিল্প ও শিল্প ইতিহাস।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
No comments:
Post a Comment