নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির |
নিহত সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়ালো নবনির্বাচিত ডাকসু নেতারা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করা সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে নবনির্বাচিত ডাকসু নেতা ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা।
শুক্রবার রাতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তারা এবং খোঁজখবর নেন। এ সময় শিবলীর ছোট্ট দুই সন্তানের খরচ বাবদ নগদ দুই লাখ টাকা পরিবারকে প্রদান করা হয়।
ডাকসুর নবনির্বাচিত জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
🔹 ফরহাদ লিখেছেন,
“ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান— বড় আয়াত (৪ বছর) ও ছোট আজমীন (দেড় বছর)।”
তিনি আরও লেখেন,
“চার বছরের আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর আসবেন না, তাই আমি মা আর ছোট বোনের খোঁজ রাখবো, আদর করবো। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা শোনে মন ভেঙে যায়।”
ফরহাদ জানান, ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা পরিবারকে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
No comments:
Post a Comment