| শেখ হাসিনার লুটপাটের চিত্র শিল্পকারখানা ধ্বংসের প্রতিচ্ছবি: শ্রমিক জাগপা |
ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে শ্রমিক জাগপার বিক্ষোভ
পতিত স্বৈরাচার সরকারের শাসনে ধ্বংসের পথে শিল্পখাত—আসাদুজ্জামান বাবুল
পতিত স্বৈরাচার সরকারের সময়ে পরিকল্পিতভাবে বাংলাদেশের শিল্পখাত ধ্বংস করা হয়েছে—এমন অভিযোগ করেছেন শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল। শনিবার সকালে রাজধানীর বিজয়নগর ও পল্টন এলাকায় বিক্ষোভ কর্মসূচি-পূর্ব এক বক্তব্যে তিনি বলেন, "শেখ হাসিনার ১৫ বছরের শাসন ছিল ভারতের তুষ্টির জন্য দেশের শিল্পকারখানা ধ্বংসের এজেন্ডা বাস্তবায়নের সময়।"
তিনি বলেন, “বাংলাদেশের গার্মেন্টস শিল্পসহ কলকারখানাগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংস করা হয়েছে। এখনো সেই ক্ষতির থেকে দেশ পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। তার দোসররা আজও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
আগামী ৬ আগস্ট ‘ভারতীয় দূতাবাস ঘেরাও’ কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে আসাদুজ্জামান বাবুল আরও বলেন, “শেখ হাসিনার আমলে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করতে ভারতীয় স্বার্থনির্ভর আমলারা কাজ করেছে। কখনো পোশাক কারখানায় আগুন দিয়ে, আবার কখনো শ্রমিকদের দগ্ধ করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতক্ষণ না সব শ্রমিক হত্যার বিচার হবে এবং পঙ্গু শ্রমিকদের পুনর্বাসন নিশ্চিত করা হবে, ততক্ষণ শ্রমিক-জনতা রাজপথ ছাড়বে না। পাশাপাশি পরিবহন খাতে উসকানি দিয়ে শ্রমিকদের আন্দোলন ব্যবহার করার চক্রান্তও বন্ধ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, শ্রমিক নেতা কামরুল ইসলাম, রুবেল মিয়া ও মাহবুব আলম।
No comments:
Post a Comment