৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, August 2, 2025

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং

ছবি: সংগৃহীত
 ৫ আগস্ট উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’: জানালো অন্তর্বর্তী সরকার

📍 পিপলস বাংলা ডেস্ক | ৩ আগস্ট ২০২৫

আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থানে’ অংশ নেওয়া সকল পক্ষের উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার

শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


📄 ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত
প্রেস বার্তায় বলা হয়, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে তা উপস্থাপন করা হবে।”

এই ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের লক্ষ্যমাত্রা, দাবি, ভবিষ্যত রাষ্ট্র কাঠামো ও সংস্কার নীতিমালা তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।


👥 সব পক্ষ থাকবে উপস্থিত
আয়োজনে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, শিক্ষক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন, অভিভাবক পরিষদ ও রাজনৈতিক সংস্থা—সবার প্রতিনিধি উপস্থিত থাকবেন। প্রেস বার্তায় জানানো হয়, এ নিয়ে বিস্তারিত কর্মসূচি শিগগিরই প্রকাশ করা হবে।


🗓️ ঐতিহাসিক গুরুত্ব পাচ্ছে ৫ আগস্ট
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে দেশজুড়ে বাড়ছে রাজনৈতিক ও সামাজিক আগ্রহ। এটি একদিকে যেমন আন্দোলনের প্রতীকী সময়কাল, তেমনি রাষ্ট্রীয় ভবিষ্যতের পথনকশা রচনার দিন হিসেবেও চিহ্নিত হতে যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×