জুলাই শহীদদের গণকবর: ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ, নিতে পারবে পরিবার - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Saturday, August 2, 2025

জুলাই শহীদদের গণকবর: ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ, নিতে পারবে পরিবার

ছবি: সংগৃহীত
 রায়েরবাজার গণকবরে দাফন হওয়া শহীদদের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

📍 পিপলস বাংলা রিপোর্ট | ৩ আগস্ট ২০২৫

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর রায়েরবাজার গণকবর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।


🪦 গণকবরে ১১৪ শহীদ
উপদেষ্টা জানান, রায়েরবাজারে এখন পর্যন্ত ১১৪ জন শহীদের মরদেহ দাফন করা হয়েছে। পরিবারের অনুরোধ সাপেক্ষে তাদের ডিএনএ নমুনা পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে। শহীদের পরিবার চাইলে মরদেহ নিজেদের গ্রামে নিয়ে গিয়ে পুনর্দাফনের সুযোগ পাবেন।

🧬 ময়নাতদন্তের সুযোগ
শুধু শনাক্তই নয়, প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করানো হবে বলেও আশ্বাস দেন তিনি। "শহীদদের মর্যাদা রক্ষায় আমরা কোনো কার্পণ্য করবো না," — বলেন উপদেষ্টা।


⚖️ গণকবরদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
তিনি আরও জানান, যারা এই গণকবরের মতো অমানবিক কাজ করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। তারা যত শক্তিশালীই হোক না কেন, ছাড় পাবে না।


🚫 নিষিদ্ধ দল নিয়ে হুঁশিয়ারি
এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগকে ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। তারা যদি আবার কোনো ধরনের অপকর্মে যুক্ত হয়, শক্ত হাতে প্রতিহত করা হবে।"

👮‍♂️ এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও একই আইন প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


🗓️ ৫ আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই
আগামী ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কোনো ধরনের নিরাপত্তা হুমকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আল্লাহর রহমতে দেশে কোনো শঙ্কা নেই। সবাই একসঙ্গে কাজ করছে— এটাই আমাদের শক্তি।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×