‘৩৬ জুলাই এক্সপ্রেস’: টিএসসিতে ছাত্রশিবিরের আয়োজন - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Tuesday, August 5, 2025

‘৩৬ জুলাই এক্সপ্রেস’: টিএসসিতে ছাত্রশিবিরের আয়োজন

‘৩৬ জুলাই এক্সপ্রেস’: টিএসসিতে ছাত্রশিবিরের আয়োজন

🎪 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রশিবিরের তিনদিনব্যাপী আয়োজন শুরু

ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিনদিনব্যাপী বিশেষ আয়োজন শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত এই অনুষ্ঠান চলবে ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত।


🚴 প্রতীকী ‘ফতেহ গণভবন’ র‍্যালির মধ্য দিয়ে সূচনা

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর পাঁচটায় টিএসসি থেকে ‘প্রতীকী ফতেহ গণভবন’ পর্যন্ত একটি সাইকেল র‍্যালির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আয়োজনের সূচনা হয়।


📅 প্রথম দিনের কর্মসূচি

প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে:

  • 🎬 ডকুমেন্টারি প্রদর্শনী
  • 🎶 বিপ্লবী গান ও কবিতা
  • 🕯️ শহিদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ
  • 🎭 বিকেলে মাইম ও নাট্য পরিবেশনা
  • 👻 রাতে ‘প্ল্যানচেট বিতর্ক


🎨 ব্যতিক্রমী পরিবেশনা ও প্রদর্শনী

টিএসসির প্রবেশমুখ থেকে মূল মঞ্চ পর্যন্ত পুরো স্থান জুলাই আন্দোলনের পোস্টার, ব্যানার ও চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে।
প্রতীকী 'ফতেহ গণভবন'-এ গণভবনের ধ্বংসাবশেষরূপে চিত্র ও বার্তা উপস্থাপন করা হয়।

দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে দুইটি চিকিৎসা সহায়তা বুথ


🗣️ কী বললেন ছাত্রশিবির সভাপতি?

ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন:

"এই আয়োজন কোনো বিনোদনের জন্য নয়। ‘জুলাই চেতনা’ হারানোর নয়, প্রজন্ম থেকে প্রজন্মে তা বহন করা হবে। অভ্যুত্থানের সময় আমরা যেভাবে জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলাম— সেই সাহসিকতা থেকেই আজকের বাংলাদেশ গঠিত হচ্ছে। কিন্তু এখন আবারও নব্য ফ্যাসিবাদের ছায়া ঘনিয়ে আসছে।"


👥 আয়োজনে আরও কারা ছিলেন?

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • 📋 কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ
  • 📚 প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম
  • 🏛️ ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম
  • 🎓 ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ

সঞ্চালনায় ছিলেন ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দীন খান


📖 পরবর্তী কর্মসূচি

📌 দ্বিতীয় দিন (৬ আগস্ট):

  • আলোচনা সভা:
    • "জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের এক বছর: প্রাপ্তি ও প্রত্যাশা"
    • "ছাত্ররাজনীতি ও ডাকসু নির্বাচন"
    • "নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম"

🎨 তৃতীয় দিন (৭ আগস্ট):

  • সকাল ৯টা থেকে রাত ৯টা:
        ‘জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী’

  1. অভ্যুত্থানের দিনগুলো, শহীদদের আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ফুটে উঠবে চিত্রকর্মে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×