১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, August 6, 2025

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও এক দল
 

১২ দলীয় জোটে নতুন মুখ ‘ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)’

People’s Bangla ডেস্ক | রাজনৈতিক সংবাদ

১২ দলীয় রাজনৈতিক জোটে নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে ‘ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)’। দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বুধবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জাগপার অব্যাহতির পর ইউএলপি

এর আগে, গত ২১ জুলাই **জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)**কে ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ফলে জোটভুক্ত দলের সংখ্যা একে কমে যায়। ইউএলপি যুক্ত হলে পুনরায় সেই সংখ্যা পূর্ণ হবে।

বিশেষ সূত্রগুলো জানায়, ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায়, দলটির প্রতি জোটের আস্থা হারায়। এর ফলেই ২১ জুলাই জোট থেকে জাগপাকে বাদ দেওয়া হয়।

ইউএলপির নেতৃত্বে কারা?

জানা গেছে, লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলাম নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে মহাসচিব মো. আমিনুল ইসলাম বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি) গঠন করেন। ইউএলপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এম কামরুজ্জামান খান

বুধবার জাতীয় প্রেস ক্লাবে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন—

  • ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার
  • বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম
  • বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

কী বলছেন ইউএলপি চেয়ারম্যান?

ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম বলেন,

“দীর্ঘ ১৭ বছর ধরে লেবার পার্টির সঙ্গে রাজনীতি করেছি। ভাইস চেয়ারম্যান ও মহাসচিব পদেও দায়িত্ব পালন করেছি। রাজনৈতিক মামলায় বারবার গ্রেপ্তার ও ছয় মাস একটানা কারাবাসের অভিজ্ঞতা রয়েছে আমার। এ কারণেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান,

“শুরু থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আমি ও আমার পরিবার। আমার বড় ভাই তরিকুল ইসলাম নজিবুল পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং ছোট ভাই মো. তৌহিদুল ইসলাম পিরোজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।”


🔻 সংক্ষেপে মূল পয়েন্ট:

  • ইউএলপি বুধবার প্রেস ক্লাবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে
  • জাগপা বাদ পড়ার পর ১২ দলীয় জোটে নতুন সদস্য হিসেবে যুক্ত হচ্ছে
  • নেতৃত্বে আছেন সাবেক লেবার পার্টি নেতা আমিনুল ইসলাম
  • ইউএলপি ‘জাতীয়তাবাদী রাজনীতি’র ধারায় কাজ করবে বলেও জানান দলপ্রধান

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×