মঙ্গলবার বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা |
আগামীকাল দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামীকাল (৫ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়—
“প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।”
বিশেষ এই ঘোষণাপত্রকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা থাকবে এ ঘোষণাপত্রে।
সরকারি সূত্র জানিয়েছে, জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই ঘোষণাপত্রে।
No comments:
Post a Comment