মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি জুলাইয়ে আহত-নিহতদের মধ্যে বণ্টন করতে হবে: ডিএফডি চেয়ারম্যান - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Monday, August 4, 2025

মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি জুলাইয়ে আহত-নিহতদের মধ্যে বণ্টন করতে হবে: ডিএফডি চেয়ারম্যান

ছোবী: সংগৃহীত

📍 People’s Bangla প্রতিবেদক 

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে মুজিব পরিবারের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারে বণ্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি (ডিএফডি)-এর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর দক্ষিণখানের মধুবাগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ, বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক প্রতিনিধিরা।


🗣️ “শহীদদের রক্ত বৃথা যাবে না”—কিরণ

ডিএফডি চেয়ারম্যান কিরণ বলেন,

“শহীদ নাফিজের রক্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। ফ্যাসিবাদ থেকে মুক্ত একটি নতুন বাংলাদেশ গঠনে শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা।”

তিনি আরও বলেন,

“জুলাই ও আগস্টে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার জরুরি। যাতে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”


🏛️ রাষ্ট্রীয় পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি

হাসান আহমেদ চৌধুরী কিরণ আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নিহতদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে তা শহীদ পরিবারের মধ্যে বণ্টনের দাবি জানান।


🕊️ শহীদের পরিবারের আহ্বান

শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান বলেন,

“আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু সে ইতিহাসের অংশ হয়ে গেছে। আমরা চাই দ্রুততম সময়ে জুলাই গণঅভ্যুত্থান মামলার বিচার সম্পন্ন হোক। সেইসঙ্গে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠনটির পাশে রাষ্ট্র যেন দাঁড়ায়।”


💐 শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যাঁরা ছিলেন

  • ডিএফডি চেয়ারম্যান: হাসান আহমেদ চৌধুরী কিরণ
  • নৌবাহিনী কলেজের অধ্যক্ষ: ক্যাপ্টেন মো. ইসমাইল মজুমদার
  • ডিএমপি উত্তরা বিভাগের সহকারী কমিশনার: মো. নাসিম এ গুলশান
  • দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ: মোহাম্মদ তাইফুর রহমান মির্জা
  • বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ


🕯️ পটভূমি

নৌবাহিনী কলেজের মেধাবী শিক্ষার্থী ও বিতার্কিক গোলাম নাফিজ গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন। তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা এবং বিচার দাবির পুনরুচ্চারণ করেন ডিএফডি নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad