| জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর |
📰 শেখ হাসিনার বিরুদ্ধে প্রতীকী ফাঁসি কার্যকর করল ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’
📍 ঢাকা | ৫ আগস্ট ২০২৫:
বিডিআর, শাপলা চত্বর ও ২৪ জুলাইয়ের গণহত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’ নামের দুটি সংগঠন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩৬ মিনিটে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
📣 প্রতীকী রায় ও মঞ্চায়ন
অনুষ্ঠানে প্রতীকী রায় ঘোষণা করেন জাগ্রত জুলাইয়ের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস।
রায়ের পর মঞ্চায়নের অংশ হিসেবে:
- স্বাস্থ্য পরীক্ষা (প্রেশার ও হার্টবিট) করেন রায়হান মাদ্রাজী
- জল্লাদ চরিত্রে ছিলেন আলিফ জাওফি
- কালিমা পাঠ করান মোস্তফা হোসাইন
- পরিচালনায় ছিলেন আজিজ সাইফুল্লাহ
- সভাপতিত্ব করেন কবি মুন্সি বোরহান মাহমুদ (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাগ্রত জুলাই)।
👥 উপস্থিত বিশিষ্টজনরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি
- জুলাই ঐক্যের সংগঠক ও সাবেক ছাত্রনেতা এবি জুবায়ের
- সাংবাদিক ও সংগঠক ইসরাফিল ফরাজী
- সিনিয়র সহ-সভাপতি শামীম হামিদি প্রমুখ।
💬 বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন,
“আমরা আজ প্রতীকীভাবে বিচার কার্যকর করেছি, তবে এটুকুতে থেমে থাকলে চলবে না। আমরা দাবি জানাচ্ছি—আইনি কাঠামোর ভেতরে থেকেই আগামী এক বছরের মধ্যে বিচার সম্পন্ন করে ৩৬ জুলাই ২০২৬-এ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে চূড়ান্ত দণ্ড কার্যকর হোক।”
তারা আরও বলেন, জনগণের রক্তে লেখা ইতিহাস কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে।
No comments:
Post a Comment