খাদ্য সংকটে সেন্টমার্টিনবাসী, ৪ দিন ধরে নৌ চলাচল বন্ধ |
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, নিত্যপণ্যের সংকট ও মূল্যবৃদ্ধি
People’s Bangla প্রতিবেদক:
সাগরে নিম্নচাপের কারণে টানা চারদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
প্রাকৃতিক এই দ্বীপটিতে প্রায় ১১ হাজারের বেশি মানুষ বসবাস করে থাকেন। দ্বীপের বাজারগুলোতে পণ্যের জোগান মূলত টেকনাফ উপজেলা শহর থেকে আসে। তবে বৈরী আবহাওয়ার কারণে নৌ-যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, ফলে দ্বীপবাসী খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকটে পড়েছেন।
সাগরের জোয়ারে বাড়িঘর ও গাছপালার ক্ষতি
নিম্নচাপের প্রভাবে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বেড়ে গেছে। ঢেউয়ের আঘাতে দ্বীপের চর সংলগ্ন বাড়িঘরে পানি ঢুকে পড়ছে, এতে নারিকেল গাছ ও অন্যান্য গাছপালারও ক্ষতি হচ্ছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, “চারদিন ধরে কোনো নৌযান আসতে পারেনি। বাজারে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। টেকনাফ ও কক্সবাজারে পারিবারিক কাজে গিয়ে আটকে পড়েছেন প্রায় দু'শতাধিক দ্বীপবাসী।”
তিনি সতর্ক করে বলেন, “দ্বীপের চারপাশে জিও ব্যাগসহ টেকসই বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। তা না হলে ভবিষ্যতে ঢেউয়ের ধাক্কায় সেন্টমার্টিন বিলীন হয়ে যেতে পারে।”
আবহাওয়ার কিছুটা উন্নতি
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, “রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ২৭ মিমি এবং গত ২৪ ঘণ্টায় ৪৭ মিমি বৃষ্টিপাত হয়েছে।” তবে তিনি জানান, আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, ফলে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, “আবহাওয়া অনুকূলে আসার পরই টেকনাফ-সেন্টমার্টিন রুটে আবার নৌযান চালু হবে।”
No comments:
Post a Comment