মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না: নাহিদ ইসলাম - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, July 25, 2025

মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না: নাহিদ ইসলাম


🗣️ “মুজিববাদের রাজনীতি আর হবে না”: সুনামগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

সুনামগঞ্জ | পিপলস বাংলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার দুপুরে বলেছেন, “মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না”। সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আয়োজিত একটি পথসভায় তিনি এসব মন্তব্য করেন। এ কর্মসূচিটি ছিল ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আন্দোলনের অংশ।

তিনি বলেন,

“মুজিববাদ নানা ছলে-বলে মাথা তুলতে চাচ্ছে। মুজিববাদ মানেই একদলীয় শাসন, দুর্নীতি, ইসলামবিদ্বেষ, সংখ্যালঘুদের জমি দখল আর ভারতের কাছে জাতীয় স্বার্থ বিক্রি করার রাজনীতি। এর বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে হলে মুজিববাদ থেকে দেশকে মুক্ত করতে হবে।”

রাষ্ট্রের ফিটনেস নেই উল্লেখ করে তিনি বলেন,

“বাস-ট্রেনের যেমন ফিটনেস নেই, মানুষেরও নেই—এমনকি রাষ্ট্রের ফিটনেসও আজ প্রশ্নবিদ্ধ। সেই ফিটনেসবিহীন রাষ্ট্রকে মেরামতের জন্যই এনসিপির জন্ম হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা লড়েছে, লড়াই অব্যাহত রাখতে হবে।”

পথসভা শুরুর আগে নিহত ও আহত পরিবারগুলোর সঙ্গে দেখা করে নেতৃবৃন্দ শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং পরে পদযাত্রা করে আলফাত স্কয়ারে এসে সমাবেশ করেন।

🎤 নেতৃবৃন্দের বক্তব্যে মূল বার্তা:

এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন:

  • জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা)
  • দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
  • যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক
  • সদস্য সচিব আখতার হোসেন
  • যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা
  • মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী
  • সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা
  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন
  • যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন,

“এই পদযাত্রা আমাদের বুঝিয়ে দিয়েছে—মানুষের জীবনের নিরাপত্তা, মর্যাদা ও সমস্যার সমাধানই হচ্ছে রাজনীতির মূল উদ্দেশ্য। এটাই আমাদের সংগ্রামের শিক্ষা।”

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন,

“যারা এনসিপিতে আসতে চায়, তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। কিন্তু আমরা দমে যাবো না। সুনামগঞ্জের মতো জায়গায় সরকারের আসা-যাওয়া হয়, কিন্তু বাস্তব পরিবর্তন হয় না। সময় এসেছে, ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করতে হবে।

জেলা সমন্বয়কারী সুমন রাজা বলেন,

“গত জুলাইয়ে সুনামগঞ্জের মানুষ রাজপথে নেমে এসেছিল। আমরা তখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ছিলাম, আজও আছি। দুর্নীতি এখনও নির্মূল হয়নি, সেই আন্দোলন চলবে।”

No comments:

Post a Comment

Post Bottom Ad