মালয়েশিয়ায় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত ৬ বাংলাদেশি আটক |
মালয়েশিয়ায় হুন্ডি সিন্ডিকেটে জড়িত ৬ বাংলাদেশি আটক, জব্দ ৩ কোটি টাকার সমপরিমাণ নগদ
মালয়েশিয়ায় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সোমবার কুয়ালালামপুরের একটি বিলাসবহুল আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১২.১ মিলিয়ন রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা) নগদ জব্দ করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, গোপন সূত্রে পাওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে একজনকে মূল পরিকল্পনাকারী এবং অন্য একজনকে হুন্ডির গ্রাহক হিসেবে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরও জানান, ছয়জনের মধ্যে শুধু একজনের বৈধ শ্রমিক ভিসা রয়েছে, বাকি পাঁচজনের কোনো বৈধ ভ্রমণ নথি নেই।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই অবৈধ লেনদেন কার্যক্রমটি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে পরিচালিত হতো, যাতে কর্তৃপক্ষের নজর এড়ানো যায়। এ সময় নগদ অর্থ ছাড়াও একটি লেনদেন রেকর্ড বই এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫৬(১)(ডি) ও ৬(৩)-এর অধীনে তদন্ত চলছে।
No comments:
Post a Comment