৩৬ ঘণ্টা পর টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ জ্যোতির মরদেহ উদ্ধার |
৩৬ ঘণ্টা পর টঙ্গীর শালিকচুড়া বিলে মিলল ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ
টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর উদ্ধার হলো ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ। মঙ্গলবার সকাল ৯টার দিকে শালিকচুড়া বিলে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, “যে ড্রেনে ফারিয়া পড়েছিলেন, সেটির পানি সরাসরি শালিকচুড়া বিলে গিয়ে পড়ে। তাই আজ সকালে উদ্ধার অভিযানের সময় সেখান থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।”
চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা ফারিয়া তাসনিম জ্যোতি ঢাকার হোসেন মার্কেট এলাকায় থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় ওষুধ সরবরাহের কাজে টঙ্গী হাসপাতালের দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ইম্পেরিয়াল হাসপাতালের সামনে একটি ড্রেনের স্লাব বহুদিন ধরে খোলা ছিল। কর্তৃপক্ষ কোনো সতর্কতা বা সাইনবোর্ড না বসানোয় হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ফারিয়া সেখানে পড়ে যান। প্রবল স্রোতে তৎক্ষণাৎ ড্রেনের পানিতে তলিয়ে যান তিনি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ দল উদ্ধার অভিযান শুরু করে, যা অব্যাহত ছিল টানা দেড় দিন ধরে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে অনেকেই। তারা অব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর জবাবদিহিতা দাবি করেছে।
No comments:
Post a Comment