সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে সাত ওমরাহযাত্রী নিহত |
⚠️ সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ ওমরাহযাত্রী নিহত
People’s Bangla ডেস্ক
সৌদি আরবের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন ওমরাহযাত্রী। নিহতরা সবাই পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে পাক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, নিহতরা সবাই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাসিন্দা। ওমরাহ করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। নিহতদের মধ্যে চারটি শিশু রয়েছে।
এ দুর্ঘটনায় একই পরিবারের আরও পাঁচ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবারের অন্য সদস্যদের বরাত দিয়ে জানানো হয়, ১১ দিন আগে তাঁরা ওমরাহ পালনে সৌদি আরবে গিয়েছিলেন। শনিবার তাদের বহনকারী যানবাহন দুর্ঘটনায় পড়ে। জানাজার নামাজ সৌদিতেই অনুষ্ঠিত হবে বলে পরিবার জানায়।
এর আগে, চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা যান ১৮ জন পাকিস্তানি। তাঁদের বেশিরভাগই ছিলেন বয়স্ক, এবং হার্ট অ্যাটাক ও অন্যান্য শারীরিক জটিলতায় মৃত্যুবরণ করেন।
তাঁদের সবাইকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। আর গত বছর হজে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ৩৫ জন পাকিস্তানি নাগরিক।
No comments:
Post a Comment