জানা গেল জামায়াতে ইসলামীর সমাবেশে খরচের পরিমাণ |
People’s Bangla ডেস্ক:
সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ দাবি করেছেন, এই সমাবেশে খরচ হয়েছে ১০০ থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত। তবে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার অনুষ্ঠিত একটি রোকন সম্মেলনে দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে জামায়াত আমির স্পষ্টভাবে বলেন,
“ঢাকায় এত বড় একটা সমাবেশ হয়ে গেল, আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি? না। আমরা নিজেরাও কারও কাছে চাঁদা চাইনি।”
তিনি আরও জানান,
“আমার ধারণা ছিল, পৌনে ৩ কোটিতে আটকে ফেলতে পারব। কিন্তু কিছু এদিক-সেদিক হয়েছে। সর্বমোট ব্যয় সাড়ে ৩ কোটি টাকার বেশি হয়নি আলহামদুলিল্লাহ।”
এসময় তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন,
“জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি, করবেও না। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে না।”
উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বাস, ট্রেন ও লঞ্চ ভাড়া করে রাজধানীতে আসেন জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশস্থল ও আশপাশের এলাকা ছিল ব্যানার-ফেস্টুনে সজ্জিত।
No comments:
Post a Comment