হাসিনা যে অপরাধ করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও জঘন্য - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Tuesday, July 29, 2025

হাসিনা যে অপরাধ করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও জঘন্য

 

হাসিনা যে অপরাধ করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও জঘন্য

“৭১ সালের চেয়েও নৃশংস: জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য”

রিপোর্টার: পিপলস বাংলা ডেস্ক
তারিখ: ২৯ জুলাই ২০২৫

আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু ঘটনা ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর বর্বরতার চেয়েও বেশি নৃশংস। তিনি বলেন, “মরদেহ পোড়ানো, আহত অবস্থায় নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা যুদ্ধাপরাধ। এসব ঘটনা ৭১ সালেও আমরা দেখিনি।”

মঙ্গলবার (২৯ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।

আসিফ নজরুল বলেন, “২৫ মার্চের কালরাত্রিতে ভয়াবহ ঘটনা ঘটেছিল—তাতে কোনো সন্দেহ নেই। তবে সেটা ছিল বিদেশি সেনাবাহিনীর দ্বারা সংঘটিত। কিন্তু স্বাধীন বাংলাদেশের মাটিতে নিজ দেশের মানুষের ওপর এমন বর্বরতা—তা সত্যিই হৃদয়বিদারক।” তিনি বলেন, “আমি মুক্তিযোদ্ধাদের অসংখ্য বর্ণনা পড়েছি, কিন্তু এমন ফুটেজ কোথাও দেখিনি যেখানে একজন আহত মানুষকে তার বন্ধু বাঁচাতে টেনে নিচ্ছে, আর সেখানেই তাকে গুলি করা হচ্ছে।”

বিচার কার্যক্রমে নিয়োজিত সহকর্মীদের প্রশংসা করে তিনি বলেন, “চিফ প্রসিকিউটর তাজুল ভাই রাত ২টা পর্যন্ত কাজ করেন, নতুন কোনো প্রমাণ পেলেই দৌড়ে চলে আসেন। এটাই আমাদের দায়বদ্ধতা। আমরা চেষ্টা করছি সাধ্যমতো কাজ করতে।”

তিনি আরও বলেন, “এই বিচার শুধু আইনি বিচার নয়, এটা আত্মার বিচার, ন্যায়বিচারের বিচার। আমরা যখন নামাজে যাই, তখন আল্লাহর কাছে প্রশ্ন করি—আমরা কি সত্যি দায়বদ্ধভাবে দায়িত্ব পালন করছি? আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি—আমরা সৎভাবে লড়ে যাচ্ছি, এবং এই লড়াই আমরা চালিয়ে যাব।”

আসিফ নজরুল বলেন, “আপনারা সমালোচনা করবেন, প্রশ্ন করবেন—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা শুনব, শোধরাব, আবার রিফোকাস করব। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলি—এই বিচার শুধু আমাদের দায়িত্ব নয়, এটা ইতিহাস ও প্রজন্মের কাছে আমাদের দায়।”

No comments:

Post a Comment

Post Bottom Ad