অপারেশন সিঁদুর নিয়ে মোদীকে সংসদে তুলোধনা |
🇮🇳 লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মোদীকে তোপ সায়নী ঘোষের: “প্রশ্ন করলে দেশদ্রোহী বলবেন না”
পিপলস বাংলা ডেস্ক | ভারতের সংসদে ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোরালো বক্তব্য রেখেছেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেছেন, “দেশপ্রেম দেখানো হলে প্রশংসা হয়, কিন্তু প্রশ্ন তুললেই দেশদ্রোহী বলা হয় — এটা মেনে নেওয়া যায় না। আমরা বিরোধী দল হিসেবে প্রশ্ন করব, আপনাদের জবাব দিতেই হবে।”
মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ ভারতীয় নিহত হন, যাঁদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দারাও। “এই হামলার জবাবে অপারেশন সিঁদুর চালানো হয়, পুরো দেশ সেনাবাহিনীর পাশে দাঁড়ায়। কিন্তু সরকার সেই সাহসিকতাকে ব্যবহার করেছে রাজনৈতিক প্রচারে।”
তিনি প্রশ্ন তোলেন, “আপনারা বলছেন, ‘ঘরে ঢুকে মারা হয়েছে’— কিন্তু প্রশ্ন উঠছে, জঙ্গিরা ঢুকল কীভাবে? গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা কোথায়?” মোদীর নীরবতাকে ইঙ্গিত করে বলেন, “হামলার পরও প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত ছিলেন। তখনও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।”
তিনি কটাক্ষ করে বলেন, “দেশপ্রেম মানে শুধু সরকারের প্রশংসা নয়। প্রকৃত দেশপ্রেমিক সে, যে অন্যায়ের প্রতিবাদ করে। আমরা প্রশ্ন করলেই যদি দেশদ্রোহী হই, তবে এই সংসদের দরকার কী?”
বক্তব্যের শেষে তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই, কোনো জঙ্গি যেন বেঁচে না থাকে, যে আমাদের মেয়েদের সিঁদুর মুছে দেওয়ার সাহস করে। সে পাকিস্তান হোক, অথবা পাকিস্তানকে অক্সিজেন জোগানো চীন হোক— ভারতকে সাফ বার্তা দিতে হবে, শান্তি চাই, তবে অন্যায় মেনে নয়। যুদ্ধ অনিবার্য হলে, তা-ই হোক।”
এই বক্তব্যে সংসদে বিতর্ক ছড়ালেও, বিরোধী দলগুলোর মধ্যে সায়নীর বক্তব্য প্রশংসা পেয়েছে।
No comments:
Post a Comment