ছাত্র না হয়েও কলেজ ছাত্রদলের সভাপতি ইমন - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 21, 2025

ছাত্র না হয়েও কলেজ ছাত্রদলের সভাপতি ইমন

ছাত্র না হয়েও কলেজ ছাত্রদলের সভাপতি ইমন

ছাত্র না হয়েও শরণখোলা কলেজ ছাত্রদলের সভাপতি! ক্ষোভে পদত্যাগ ও বিক্ষোভ

বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গত ১৮ অক্টোবর প্রকাশ করা হয়। তবে শরণখোলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশের পর বিতর্কের ঝড় ওঠে, কারণ সেখানে ছাত্র না হয়েও তাহিরুল ইসলাম ইমনকে সভাপতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ ২১ অক্টোবর ২০২৫, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্রে এ তথ্য পাওয়া গেছে।

প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে—
তাহিরুল ইসলাম ইমন, পিতা: মো. কামাল হাওলাদার, গ্রাম: রায়েন্দা বাজার, ডাকঘর: রায়েন্দা–৯৩৩০, উপজেলা: শরণখোলা, জেলা: বাগেরহাট — তিনি ২০২০–২০২১ থেকে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের স্নাতক (পাস ও সম্মান) কোর্সের শিক্ষার্থী নন।

এই তথ্য প্রকাশের পর থেকেই ছাত্রদলের ভেতরে তীব্র ক্ষোভ দেখা দেয়। কমিটি ঘোষণার পরদিনই (১৯ অক্টোবর) বহু ছাত্রনেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পদত্যাগের ঘোষণা দেন।

একই দিন কলেজ ক্যাম্পাসে “দুর্দিনের ত্যাগীদের অবমূল্যায়ন ও অছাত্র দিয়ে কমিটি গঠন”–এর অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নাঈম ইসলাম, সহসভাপতি মনিরুল ইসলামমাহফুজ তালুকদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন সাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন খান, মো. নাছিম, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন ফকিরসহ কমিটির অন্তত ১৫ জন সদস্য

সাধারণ সম্পাদক ইব্রাহিম আকন সাকিব বলেন, “সভাপতি তাহিরুল ইসলাম ইমনের অত্র কলেজে ছাত্রত্ব নেই। এছাড়া কমিটিতে অনেক ছাত্রলীগ কর্মী রয়েছে। আমি কেন্দ্রীয় ছাত্রদলকে বলবো—আপনাদের টিম লিডাররা ছাত্রলীগ দিয়ে কমিটি গঠন করেছে, যা ছাত্রসমাজ মেনে নিচ্ছে না।”

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম বলেন, “কমিটির অধিকাংশ সদস্য ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং অনেকের ছাত্রত্ব নেই। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ছিল, কলেজ কমিটি গঠন করতে হবে শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের দিয়ে।”

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক শিপন খান বলেন, “ছাত্রলীগ দিয়ে কমিটি মানি না, মানবো না।”

বিক্ষোভে সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্লোগানে স্লোগানে ক্যাম্পাস মুখর হয়ে ওঠে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×