ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, October 12, 2025

ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

ইবিতে ক্লাস করতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহ-সম্পাদক তুষার হুসাইন আটক

কুষ্টিয়া থেকে সংবাদদাতা | পিপলস বাংলা নিউজ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক তুষার হুসাইনকে আটক করা হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মীর মশাররফ হোসেন ভবনের সামনে চা খেতে যান তুষার। তখন উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যান

তুষার নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতেন। সেই ধারাবাহিকতায় রবিবারও তিনি ক্লাসে আসেন। বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদল নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত হয়ে তাকে থানায় সোপর্দ করেন।

এই সংক্রান্ত মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “তুষারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, “তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে নির্দেশ দিবে, আমরা সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবো।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×