জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Monday, October 20, 2025

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

‘৭১-এর মতো ’২৪-এর শহীদরাও মুক্তিযোদ্ধা: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক | পিপলস বাংলা নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,

“১৯৭১ সালে যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তেমনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তারাও মুক্তিযোদ্ধা। শহীদ শব্দটি শুধু কোনো ব্যক্তির প্রাণদান নয়— এটি একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার প্রতীক।”

সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।


‘তায়িম ছিলেন মুক্তিকামী ছাত্র-জনতার প্রতীক’

রুহুল কবির রিজভী বলেন,

“নতজানু রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছে, তাদের মধ্যে একজন ইমাম হাসান তায়িম। রাজধানী থেকে দূরে এক প্রত্যন্ত অঞ্চলের ধানের জমির পাশে চিরনিদ্রায় শুয়ে আছেন তায়িম। কিন্তু তার এই আত্মত্যাগের কারণ যেন কেউ ভুলে না যায়।”

তিনি আরও বলেন,

“তায়িমের আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। সে কোনো জমি দখল বা ব্যক্তিগত দ্বন্দ্বে প্রাণ দেয়নি, বরং একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল।”


তায়িমের মাকে উদ্দেশ করে রিজভীর বক্তব্য

তায়িমের মাকে উদ্দেশ করে রিজভী বলেন,

“জুলাই আন্দোলনে অংশ নিতে তায়িম পরিবারের কথা না শুনেই বেরিয়ে গিয়েছিল। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছেন। গণতন্ত্রের জন্য তায়িমরা আজও প্রস্তুত। আমরা যদি তার আত্মত্যাগ ভুলে না যাই, তাহলেই হবে তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা।”


বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন ও সমবেদনা

এদিন বেলা ১১টায় এতবারপুর ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে শহীদ তায়িমের কবর জিয়ারতের পর রিজভী তার পরিবারের সঙ্গে দেখা করেন।
তিনি ‘আমরা বিএনপি পরিবার’–এর পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন—

  • কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া,
  • ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন,
  • কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি,
  • চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন ও সাধারণ সম্পাদক কাজী আরশাদ,
  • পৌর বিএনপি সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান,
  • কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি,
  • যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু,
  • উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


📍 স্থান: এতবারপুর, চান্দিনা, কুমিল্লা
📅 তারিখ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×