| আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান |
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, সীমান্ত পথে বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | পিপলস বাংলা নিউজ
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে চলমান ব্যাপক সংঘর্ষের কারণে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ধারাবাহিকতায় রোববার (১২ অক্টোবর) পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্স।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, আজ পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের দুটি প্রধান সীমান্তপথ—তোরখাম ও চামান—বন্ধ করে দিয়েছে। এছাড়াও অন্তত তিনটি ছোট সীমান্তপথ—খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খান—ও বন্ধ রয়েছে।
কাবুল এই সীমান্ত বন্ধের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। পাকিস্তান ও আফগানিস্তানের প্রায় ২,৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।
প্রসঙ্গত, সংঘাতের জেরে সীমান্ত এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে। গতকাল শনিবার রাতভর পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। আফগানিস্তান দাবি করেছে, সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তান তৎক্ষণাৎ কোনো সংখ্যা জানায়নি। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, তারা আফগান বাহিনীর ওপর কিছু হেতাহতের ঘটনা ঘটিয়েছে।
No comments:
Post a Comment