| রাবিতে ফারুক হত্যা মামলায় জামায়াত–শিবিরের সব আসামি খালাস |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক হত্যা মামলায় ১০৫ আসামির খালাস
রাজশাহী প্রতিনিধি | পিপলস বাংলা নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১০ সালে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় ১০৫ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দীর্ঘদিন পর এই মামলা নিষ্পত্তি হলো।
রোববার বেলা সাড়ে ১২টায় রাজশাহী মহানগর অতিরিক্ত আদালত-১ এর বিচারক মো. জুলফিকার উল্লাহ এই রায় দেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) কানিজ ফাতিমা এ তথ্য নিশ্চিত করে বলেন, “১০৫ আসামির মধ্যে ৫-৬ জন মারা গেছেন। বাকিদের বিচার শুরু হয়। তবে সাক্ষী বা প্রত্যক্ষদর্শীরা কারো নাম নির্দিষ্ট করতে পারেননি। কেউ একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেননি। তাই সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।”
২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে ছাত্রলীগ হল থেকে শিবিরকে উৎখাত করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন সকালে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনের লাশ ম্যানহোলে পাওয়া যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে ৩৫ জন জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রায় আড়াই বছর পর, ২০১২ সালের ২৮ জুলাই, মামলার তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান আদালতে ১২৬৯ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন। এতে জামায়াত ও ছাত্রশিবিরের উচ্চপদস্থ নেতা সহ ১১০ জনকে অভিযুক্ত করা হয়। বিভিন্ন সময়ে ৫ জন মারা যাওয়ায় বাকি ১০৫ জনের বিচার কার্য চলছিল।
No comments:
Post a Comment