স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, জরিমানার টাকা নিয়ে লাপাত্তা তরুনদল সভাপতি - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Tuesday, October 21, 2025

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, জরিমানার টাকা নিয়ে লাপাত্তা তরুনদল সভাপতি

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, জরিমানার টাকা নিয়ে লাপাত্তা তরুনদল সভাপতি

ধামরাইয়ে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় সালিসে জরিমানা, টাকা নিয়ে লাপাত্তা বিএনপি নেতা!

স্টাফ রিপোর্টার | পিপলস বাংলা নিউজ

ঢাকার ধামরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সালিস-বৈঠকে নিষ্পত্তি করেছেন স্থানীয় মাতব্বররা।
এ ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আতাহার আলী (৬৫)–কে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

তবে ওই জরিমানার টাকা নিয়ে দেখা দিয়েছে অভিযোগ ও বিতর্ক। স্থানীয়রা জানিয়েছেন, ধামরাই উপজেলা বিএনপির তরুণ দলের সভাপতি মনিরুজ্জামান মনির জরিমানার টাকা নিজের কাছে রেখে লাপাত্তা হয়েছেন।
এ নিয়ে এলাকায় চলছে তীব্র আলোচনা-সমালোচনা।


📍 ঘটনাস্থল: সোমভাগ ইউনিয়নের চর ডাউটিয়া দক্ষিণপাড়া, ধামরাই

📅 সময়: গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ঘটনাক্রম

জানা যায়, উপজেলার কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রতিবেশী আতাহার আলী নিজ বাড়িতে ফাঁকা সময় ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনায় ছাত্রীর মা, তরুণ দলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সহযোগিতায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপর মনিরুজ্জামান মনিরের মধ্যস্থতায় রোববার স্থানীয় সালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে জুরিবোর্ডের মাধ্যমে অভিযুক্ত আতাহার আলীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

কিন্তু অভিযোগ অনুযায়ী, এই টাকা মনিরুজ্জামান মনির নিজের কাছে রেখে আর যোগাযোগ করেননি।


⚖️ অভিযুক্ত ও সংশ্লিষ্টদের বক্তব্য

অভিযুক্ত আতাহার আলী বলেন,

“জরিমানার তিন লাখ টাকা মনিরুজ্জামান মনিরের কাছে আর দুই লাখ টাকা স্থানীয় মাতব্বর আব্দুল হালিমের কাছে দিয়েছি।”

তবে একাধিকবার মনিরুজ্জামান মনিরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, ফোনও তিনি রিসিভ করেননি।


🧑‍⚖️ আইনজীবীর মতামত: ধর্ষণচেষ্টা ‘সালিসযোগ্য নয়’

ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো. আমিনুর রহমান বলেন,

“ধর্ষণের চেষ্টা একটি ধর্তব্য অপরাধ, যা নারী ও শিশু ট্রাইব্যুনালে বিচারযোগ্য।
পুলিশ যদি ঘটনার সত্যতা পায়, তাহলে বিনা পরোয়ানায় অপরাধীকে গ্রেফতার করতে পারে।”


👮 পুলিশের বক্তব্য

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস. এম. নায়েবুল ইসলাম বলেন,

“ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে বাদীকে পাওয়া যায়নি।
শুনেছি, সালিস বৈঠকে অভিযুক্তকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন,

“ধর্ষণ বা ধর্ষণচেষ্টা স্থানীয়ভাবে আপসযোগ্য নয়।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


🔎 পটভূমি তথ্য

অভিযুক্ত মনিরুজ্জামান মনির ধামরাই উপজেলা বিএনপির তরুণ দলের সভাপতি।
তিনি সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং ধামরাই উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি আব্দুল মালেকের ছেলে


📍 অঞ্চল: ধামরাই, ঢাকা
📅 ঘটনার তারিখ: শুক্রবার থেকে রবিবার
📞 সূত্র: স্থানীয় বাসিন্দা, থানার কর্মকর্তারা ও আইনজীবী

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×