প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, October 19, 2025

প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ

প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে সোমবার রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে’ সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী

দলের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেল চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল

এ সময় কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

এদিকে, বিভিন্ন দাবিতে দুই দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবার যুগপতভাবে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

নতুন কর্মসূচি ঘোষণা উপলক্ষে আজ দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত।
এতে ইসলামী আন্দোলনসহ সমমনা অন্যান্য দলগুলোও উপস্থিত থাকবে বলে জানা গেছে।

এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ বিভিন্ন দাবিতে দুই দফায় আলাদাভাবে কর্মসূচি ঘোষণা দিয়ে আন্দোলন করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
তবে এবার এক মঞ্চে একত্রিত হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×